
বিদেশে ঘুরতে যেতে চাইলেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসার অপেক্ষা। অনেক সময় মাসের পর মাস ধরে চলে আবেদন প্রক্রিয়া, যা ভ্রমণের পরিকল্পনাকেই অনিশ্চিত করে তোলে। তবে এখন কিছু দেশ এমনও আছে, যারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা দিয়ে দিচ্ছে—তাও আবার অনলাইনেই।
বিশ্বজুড়ে অনেক দেশ তাদের ই-ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রক্রিয়া দ্রুততর করেছে। চলুন জেনে নিই এমন ৬টি দেশ, যারা ২৪ ঘণ্টার কম সময়েই ভিসা ইস্যু করে:
বিদেশ
আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা দেয় যে ৬টি দেশ!
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ৯ জুলাই ২০২৫
FacebookTwitterEmailWhatsAppLinkedInMessengerShare

ছবিঃ সংগৃহীত
বিদেশে ঘুরতে যেতে চাইলেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসার অপেক্ষা। অনেক সময় মাসের পর মাস ধরে চলে আবেদন প্রক্রিয়া, যা ভ্রমণের পরিকল্পনাকেই অনিশ্চিত করে তোলে। তবে এখন কিছু দেশ এমনও আছে, যারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা দিয়ে দিচ্ছে—তাও আবার অনলাইনেই।
বিশ্বজুড়ে অনেক দেশ তাদের ই-ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রক্রিয়া দ্রুততর করেছে। চলুন জেনে নিই এমন ৬টি দেশ, যারা ২৪ ঘণ্টার কম সময়েই ভিসা ইস্যু করে:
১. তাজিকিস্তান – মাত্র ১ ঘণ্টায় ভিসা
তাজিকিস্তানের ই-ভিসা বিশ্বের দ্রুততম ভিসা প্রক্রিয়ার একটি। অনলাইন আবেদন করার এক ঘণ্টার মধ্যেই অনেক সময় ভিসা মিলে যায়। পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণ উভয়ের জন্যই এটি প্রযোজ্য।
২. আজারবাইজান – ৩ ঘণ্টার মধ্যে ভিসা
‘ASAN ভিসা’ সিস্টেমের মাধ্যমে আজারবাইজান মাত্র ৩ ঘণ্টায় ভিসা ইস্যু করে। এই অনলাইন প্ল্যাটফর্মে ন্যূনতম ডকুমেন্ট প্রয়োজন হয়, ফলে ভ্রমণ প্রস্তুতিও হয় দ্রুত।