
প্রযুক্তি জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবার মোটা অঙ্কের বেতনে দক্ষ এআই-কর্মী নিয়োগে নামলেন মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে জাকারবার্গ জানান, “মেটা এআই-এর উন্নয়নে আমরা বিশ্বের সেরা প্রতিভাবান ব্যক্তিদের খুঁজছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি দল তৈরি করা যারা পরবর্তী প্রজন্মের জেনারেটিভ এআই প্রযুক্তি গড়ে তুলবে।”

তিনি আরও জানান, এআই গবেষণা এবং উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করা হচ্ছে, এবং বর্তমানে মেটা-তে কাজ করার জন্য এটি একটি “অসাধারণ সুযোগ”।
বিশ্বজুড়ে প্রতিযোগী প্রতিষ্ঠান গুগল, ওপেনএআই এবং মাইক্রোসফট যেখানে নিজেদের এআই সক্ষমতা বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, সেখানে মেটা পিছিয়ে থাকতে চায় না। তাই জাকারবার্গ এবার নিজেই সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় জড়িয়েছেন।
চাহিদা সম্পন্ন পদের মধ্যে রয়েছে:
- এআই রিসার্চ সায়েন্টিস্ট
- মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার
- ডেটা সায়েন্টিস্ট
- এআই প্রোডাক্ট ম্যানেজার
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতে দক্ষ এআই-কর্মীর চাহিদা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাই জাকারবার্গের এই উদ্যোগ এআই প্রতিভা সংগ্রহে একটি বড় ভূমিকা রাখবে।