২০২৫ সালে হেবা দলিলের সরকার নির্ধারিত রেজিস্ট্রি খরচ কত?

কে কাকে হেবা দলিল করতে পারবেমুসলিম পারিবারিক আইন অনুযায়ী, একজন মুসলমান যদি আরেক মুসলমানকে কোনো প্রকার আর্থিক বিনিময় ছাড়াই স্থাবর সম্পত্তি হস্তান্তর করেন, তাহলে সেটিকে “হেবা” বলা হয়। সাধারণত পরিবারের বয়স্ক সদস্য বা অভিভাবকগণ তাঁদের সন্তান, স্ত্রী, ভাইবোন কিংবা নাতি-নাতনিদের মাঝে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি দান করে থাকেন।আইন অনুযায়ী, ইসলামী শরিয়ার ভিত্তিতে স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান, দাদা-দাদী, নানা-নানী, ভাইবোন ইত্যাদি সম্পর্কের মধ্যে হেবা দলিল করা যায়। অতীতে মৌখিকভাবেই এ ধরনের সম্পত্তি হস্তান্তর সম্পন্ন হতো, তবে পরবর্তীকালে জমি নিয়ে বিরোধ ও জটিলতা এড়াতে হেবা দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়েছে।

হেবা দলিল রেজিস্ট্রির নির্ধারিত খরচ:

রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা (রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ধারা ৭৮ অনুযায়ী)
স্ট্যাম্প শুল্ক: ১০০০ টাকা (স্ট্যাম্প আইন ১৮৯৯ অনুযায়ী, এক নম্বর তফসিলের ৩২ নম্বর ক্রমিক)
হলফনামা: ১০ পৃষ্ঠার জন্য ৩০০ টাকা
ইফি (IFI) ফি: প্রতি ৩০০ শব্দ বা অংশবিশেষের জন্য ২৪ টাকা
এনএন (NN) ফি: প্রতি ৩০০ শব্দ বা অংশবিশেষের জন্য ৩৬ টাকা
নোটিশ আবেদন ফি: ১০ টাকার কোর্ট ফি
এছাড়া উল্লেখযোগ্য যে, উল্লিখিত পারিবারিক সম্পর্কের বাইরে অন্য কোন সম্পর্কের ক্ষেত্রে হেবা দলিল প্রযোজ্য নয়। সেক্ষেত্রে দানপত্র দলিল প্রয়োজন হতে পারে।

আইনি জটিলতা এড়াতে এবং ভবিষ্যতে উত্তরাধিকার সংক্রান্ত ঝামেলা রোধে যথাযথভাবে রেজিস্ট্রি করে হেবা সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন আইন বিশেষজ্ঞরা।

  • Related Posts

    আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা দেয় যে ৬টি দেশ!

    বিদেশে ঘুরতে যেতে চাইলেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসার অপেক্ষা। অনেক সময় মাসের পর মাস ধরে চলে আবেদন প্রক্রিয়া, যা ভ্রমণের পরিকল্পনাকেই অনিশ্চিত করে তোলে। তবে এখন কিছু দেশ…

    মোটা অঙ্কের বেতনে এআই-কর্মী খুঁজছেন মার্ক জাকারবার্গ

    প্রযুক্তি জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবার মোটা অঙ্কের বেতনে দক্ষ এআই-কর্মী নিয়োগে নামলেন মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। মঙ্গলবার…

    Leave a Reply

    আপনার জন্য

    পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী?

    পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী?

    পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ১৩ লাখ আসন

    পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ১৩ লাখ আসন

    ফতুল্লায় তিন শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

    ফতুল্লায় তিন শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

    আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা দেয় যে ৬টি দেশ!

    আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা দেয় যে ৬টি দেশ!

    আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা দেয় যে ৬টি দেশ!

    আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা দেয় যে ৬টি দেশ!

    ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’, সক্রিয় থাকবে যতদিন

    ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’, সক্রিয় থাকবে যতদিন